Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
এমএন প্রেস ও কাঙ্গাল হরিনাথ মজুমদারের মিউজিয়াম
বিস্তারিত

গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার এর জন্ম কুষ্টিয়ার কুমারখালী কুন্ডুপাড়া এলাকায়। তিনি গ্রামবার্তা প্রকাশিকা নামে সংবাদপত্র প্রকাশ করতেন প্রথমে হাতে লিখে পরে কাঙ্গাল কুটিরেস্ থাপিত‘ মথুরানাথ প্রেস বা এমএন প্রেস’ থেকে। সে সময় অজ পাড়াগাঁয়ের এই প্রেস থেকে প্রতিবাদী এ পত্রিকার প্রকাশ ছিল দেশ-সমাজ ও সংস্কৃতির প্রতি সাংবাদিকতার দায়বদ্ধতার এক নিবেদন হিসেবে। এ পত্রিকা ছিল তৎকালীন ব্রিটিশ শাসন ও জমিদারদের শোষনের বিরুদ্ধে এক প্রতিবাদী কন্ঠস্বর। শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক কাঙ্গাল হরিনাথ কুমারখালীতে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং বিনা বেতনে শিক্ষকতা করেন।   সাহিত্য ক্ষেত্রেও এ মনীষীর অবদান অসামান্য।